ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মৌলভীবাজারে ৯ বস্তা সরকারি চালসহ আটক ২

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২৮ এপ্রিল ২০২০

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পেকুর বাজার থেকে নয় বস্তা (২৭০ কেজি) সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

এ সময় অবৈধভাবে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল পেকুর বাজারের একটি দোকানে বিক্রি ও বাড়িতে লুকিয়ে রাখায় আব্দুল হাকিম ও সুহেল আহমদ নামে দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন চালের ডিলার আব্দুর রকিব।

মঙ্গলবার (২৮ এপ্রিল) কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ও কুলাউড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিযুক্ত ডিলার আব্দুর রকিব ১০ টাকার চাল বিতরণ না করে কালোবাজারে বিক্রি করে দেন। তার ডিলারশিপ বাতিলের নেয়া হয়েছে। ডিলারসহ এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রিপন দে/এএম/পিআর