ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেহাল রাস্তার মতো চলছে বিএনপির রাজনীতি

প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৬ অক্টোবর ২০১৫

বিএনপির রাজনীতির অবস্থা এখন বেহাল রাস্তার মতো হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কখন কোথায় কী কথা বলতে হবে বিএনপি তা জানা নেই।

সেতুমন্ত্রী বলেন, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপি প্রথমে মন্তব্য করেছিল, সমাজ-রাষ্ট্র ভাগ হয়ে যাবে। কখন কোথায় কী কথা বলতে হবে তা তাদের জানা নেই। বেহাল রাস্তার মতো চলছে বিএনপির রাজনীতি।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় সড়ক পরিদর্শন শেষে হাজীগঞ্জ রেললাইন এলাকায় সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ভারত ও ইংল্যান্ডসহ বিশ্বের উন্নত দেশগুলোতে দলীয় প্রতীক নিয়ে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তাহলে বাংলাদেশে হলে সমস্যা কোথায়। দলীয় প্রতীক দিয়ে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ আগের চেয়ে আরো বেশি মূল্যায়ন পাবে।

তিনি বলেন, জনস্বার্থে নারায়ণগঞ্জে রাস্তা প্রশস্ত করার জন্য রেলওয়ের জায়গা সড়ক মন্ত্রণালয়ের কাছে হন্তান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জের লাখো জনগণের কথা চিন্তা করে ও দীর্ঘ দিনের দাবি বাস্তবায়ন করতে এ সিদ্ধান্ত নিয়েছেন রেলমন্ত্রী।

নারায়ণগঞ্জের চাষাঢ়া হতে (পরিত্যক্ত রেললাইন) হাজীগঞ্জ হয়ে গোদনাইল-সিদ্ধিরগঞ্জ পর্যন্ত রাস্তাটি হলে যানজট নিরসনসহ ব্যবসা বাণিজ্য আরো প্রসারিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোখলেছুর রহমান প্রমুখ।

শাহাদাৎ হোসেন/এআরএ/বিএ