ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বুধবার থেকে কুমিল্লাতেই হবে করোনা পরীক্ষা

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৫:০১ পিএম, ২৭ এপ্রিল ২০২০

কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা ভাইরাস পরীক্ষার পিসিআর মেশিন উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির প্রধান উপদেষ্টা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এর উদ্বোধন করেন। আগামী ২৯ এপ্রিল থেকে সেখানে করোনার পরীক্ষা শুরু হবে।

এতে দুই শিফটে নমুনা পরীক্ষা করা যাবে। প্রতি শিফটে ৯০ থেকে ৯৬ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে গত ১৭ এপ্রিল করোনা পরীক্ষার মেশিন কুমিল্লা মেডিকেল কলেজে আনা হয়। গত কয়েকদিনে কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপন করা হয় মেশিনটি। কারিগরি দিকসহ পিসিআর মেশিন বিষয়ে ১১ জন ডাক্তার ও ৭ জন টেকনোলজিস্টকে প্রশিক্ষণ দেয়া হয়।

পিসিআর মেশিন উদ্বোধন শেষে হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, ল্যাবরেটরিতে করোনা পরীক্ষার বিষয়ে কিছু প্রক্রিয়া শেষে আগামী বুধবার থেকে এখানে করোনা ভাইরাস পরীক্ষা করা শুরু হবে।

তিনি আরও বলেন, ৫০০ শয্যার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে কিছু যন্ত্রপাতি স্থাপন শেষে কয়েকদিনের মধ্যেই এ হাসপাতাল কোভিট-১৯ হাসপাতাল হিসেবে ব্যবহার করা সম্ভব হবে।

কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. কান্তি প্রিয় দাশ জানান, করোনা পরীক্ষার জন্য আমাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। বর্তমানে ডেমো পরীক্ষা করা হবে। নমুনা সংগ্রহ করার পর আমরা ২৯ এপ্রিল (বুধবার) থেকে পরীক্ষা শুরু করবো।

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কামাল আজাদ জানান, এই ল্যাবরেটরিতে দুই শিফটে করোনার নমুনা পরীক্ষা করা যাবে। প্রতি শিফটে ৯০ থেকে ৯৬ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। নমুনার ফলাফল ঢাকায় পাঠানো হবে। সেখান থেকে কেন্দ্রীয়ভাবে ফলাফল প্রকাশ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, কুমিল্লা স্বাচিপের সভাপতি ডা. আব্দুল বাকি আনিস, সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলম, কুমিল্লা বিএমএর সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য ডাক্তারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কামাল উদ্দিন/এফএ/এমকেএইচ