ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা মাথায় নিয়ে ঢাকামুখী হাজারো পোশাককর্মী

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২৬ এপ্রিল ২০২০

সীমিত আকারে পোশাক কারখানা চালুর ঘোষণার পর মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে রাজধানীমুখী যাত্রীদের চাপ বেড়ে গেছে।

Madaripur-(2)

রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে কাঁঠালবাড়ি ঘাটে রাজধানীমুখী যাত্রীদের চাপ দেখা যায়। এর মধ্যে পোশাককর্মীদের সংখ্যাই বেশি। বলতে গেলে করোনা মাথায় নিয়ে ঢাকায় ফিরছেন তারা।

Madaripur-(1)

কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম মিয়া বলেন, সরকারি নির্দেশনা পাওয়ার পর এই নৌ-রুটে চলাচলকারী ১৭টি ফেরির মধ্যে ১০টি বন্ধ রাখা হয়। তবে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও সরকারি কর্মকর্তাদের পারাপারের জন্য সাতটি ফেরি সীমিত আকারে চলাচল করে। এর মধ্যে হঠাৎ রোববার সকাল থেকে যাত্রীদের চাপ বেড়ে যায়। লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছেন। অনেকেই আবার ঝুঁকি নিয়ে ট্রলারে পাড়ি দিচ্ছেন পদ্মা নদী।

এ কে এম নাসিরুল হক/এএম/পিআর