ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কমলনগরে করোনা উপসর্গে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৭:১৩ পিএম, ২৬ এপ্রিল ২০২০

লক্ষ্মীপুরের কমলনগরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাথী আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরপাগলা এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত সাথী ওই এলাকার কামাল হোসেনের মেয়ে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, শিশুটি দুইদিন আগে শ্বসকষ্টসহ জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হয়। পরে অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়। করোনার উপসর্গ থাকায় উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠায়। এ ঘটনার মৃত শিশুর বাড়িটি লকডাউন করে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে রামগতিতে করোনা উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।

কাজল কায়েস/এমএএস/জেআইএম