খুলনায় করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে বৃদ্ধের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ইনচার্জ ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, সড়ক থেকে উদ্ধার করে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তিনি মারা গেছেন। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। তিনি করোনা আক্রান্ত কি-না তা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
নগরীর আড়ংঘাটা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রশিদুল ইসলাম বলেন, শুক্রবার (২৪ এপ্রিল) রাত ২টার দিকে স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে পাঠায়। তবে তার কোনো পরিচয় এখনও পাওয়া যায়নি।
আরএআর/পিআর