উপকূলে ৭ মাস পর নৌযান চলাচল শুরু
ভোলা-লক্ষ্মীপুর রুটসহ উপকূলের ১৩ নৌ-রুটে সাত মাসের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর শুক্রবার থেকে এমএল টাউপের লঞ্চে যাত্রী পরিবহন শুরু হয়েছে। কোস্টাল ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত হওয়ায় বছরের ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাত মাস সমুদ্রগামী সি-সার্ভে সনদ ব্যতীত নৌযানে যাত্রী বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নৌ-মন্ত্রণালয়।
ফলে গত সাত মাস এ অঞ্চলে বিআইডব্লিউটিসির সি-ট্রাকসহ সি-সার্ভে সনদপ্রাপ্ত মাত্র চারটি নৌযানের চলাচলে অনুমতি ছিল । এদিকে নিষেধাজ্ঞা ওঠে গেলেও বিআইডব্লিউটিএ বরিশাল জোন কর্তৃপক্ষ টাইম সিডিউল না দেয়ায় আজও লঞ্চ ছাড়তে পারেনি বলেও অভিযোগ করেন স্থানীয় লঞ্চ মালিকরা।
অমিতাভ অপু/এমজেড/পিআর