ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা রোগীর বাসায় ফলের ঝুড়ি পাঠালো পুলিশ

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৯:০৬ পিএম, ২৫ এপ্রিল ২০২০

মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ জন। তার মধ্যে ২ জন করোনা ধরা পড়ার আগেই মারা গেছেন। মৃতদেহ থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হলে জানা যায় তারা আক্রান্ত ছিলেন।

এছাড়া শুক্রবার রাতে নতুন দুইজন আক্রান্ত হন। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে নতুন আক্রান্ত ২ জনের একজন জেলার শ্রীমঙ্গল উপজেলার। এই রোগীর মাধ্যমেই শ্রীমঙ্গলে প্রথম করোনা রোগী শনাক্ত হলো। আক্রান্ত ওই ব্যক্তি একজন ব্যাংক কর্মকর্তা। শ্রীমঙ্গলের একটি বাসায় আরো ১০ জন কর্মকর্তার সঙ্গে মেসে থাকেন তিনি। পরিবার থাকে ঢাকায়।

ওই ব্যক্তি যেন নিজেকে একা মনে না করেন এবং মানসিকভাবে ভেঙে না পড়েন সেজন্য তার সঙ্গে যোগাযোগ রাখছেন শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক।

jagonews24

তিনি জানান, ওই রোগী নিজে থেকে গিয়ে পরীক্ষা করিয়েছেন এবং করোনা পজিটিভ ধরা পড়েছেন। আমরা জানি মানসিক শক্তি যেকোনো রোগের বিরুদ্ধে বা বিপদে সবচেয়ে কার্যকরী। আমি নিজে বারবার ওনার খবর নিচ্ছি। কোনো কিছু লাগবে কিনা জানতে চাচ্ছি। আপাতত ওনার বাসায় সব কিছু আছে তবুও যেকোনো প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে বলেছি। আজ বিকেলে ওই ব্যক্তির জন্য পুলিশের পক্ষ থেকে একটি ফলের ঝুড়িও পাঠানো হয়েছে। করোনা পজিটিভ আসা ওই ব্যক্তি বর্তমানে সুস্থ আছেন। বাসাটি লকডাউন আছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, আজ প্রথম রোজা, তারউপর আক্রান্ত ব্যক্তি একা থাকেন পরিবার ছাড়া। তাই আক্রান্ত ব্যক্তির মনোবল শক্ত রাখতে শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের মাধ্যমে এই ফলের ঝুড়ি পাঠিয়েছি।

রিপন দে/এফএ/এমকেএইচ