ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মানসম্পন্ন সবজি বীজ উৎপাদন নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:৫৭ এএম, ১৬ অক্টোবর ২০১৫

নরসিংদীতে মানসম্পন্ন বীজ সরবরাহ প্রকল্পের আওতায় মানসম্পন্ন সবজি বীজ উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষণের আয়োজন করেছে শিবপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। শুক্রবার সকাল ৯টার দিকে শিবপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র সেমিনার কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. লতাফত হোসেন। সারাদিনব্যাপী এই কৃষক প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করছেন শিবপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নাজিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) ড. শফিউদ্দিন, বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুল হক ও কাজী মারুফ হোসেন।

সঞ্জিত সাহা/এমজেড/পিআর