ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সেই কৃষক করোনায় আক্রান্ত ছিলেন না

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২৫ এপ্রিল ২০২০

রাজশাহীর বাগমারা উপজেলায় মারা যাওয়া কৃষক করোনায় আক্রান্ত ছিলেন না। রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ল্যাবে তার নমুনা পরীক্ষা হয়। শনিবার দুপুরে রিপোর্ট পৌঁছে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন না। পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ এসেছে। ফলে মৃতের বাড়ির সব সদস্য, মরদেহ দাফন ও জানাজায় অংশ নেয়া লোকজনের কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন নেই।

এর আগে সর্দি, জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার সকালে উপজেলার আউচপাড়া ইউনিয়নের নিজ বাড়িতে মারা যান ওই কৃষক। করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে ওই দিনই রামেক ল্যাবে পাঠায় উপজেলা স্বাস্থ্য দফতর। একই সঙ্গে পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই ব্যক্তি কিছুদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে বাড়িতে ফিরে অসুস্থ হন। তিনি সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বাড়িতেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুর একদিন আগে তিনি ডায়রিয়ায় আক্রান্ত হন। এতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। ওই দিনই তিনি মারা যান।

ফেরদৌস সিদ্দিকী/এএম/এমকেএইচ