ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অনেক দিন পর আজ পরিবারের সবাই একসঙ্গে খাব

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৫ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে পটুয়াখালী জেলা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় পুরাতন আদালত মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে দুই শতাধিক পরিবারের মাঝে পুলিশের অর্থায়নে এসব ত্রাণ বিতরণ করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান এসব ত্রাণ বিতরণ করেন। ত্রাণের মধ্যে ছিল, চাল-ডাল, আলু, পেঁয়াজ, লবণ ও তেল।

ত্রাণ পেয়ে কাঠমিস্ত্রি রফিক বলেন, লকডাউনের ফলে ফার্নিচারের দোকান বন্ধ। বেকার হয়ে পড়েছি আমরা। পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছি। পরিবারের কেউ কেউ না খেয়ে আছে। আমাদের কষ্টের কথা শুনে এসপি খাদ্যসামগ্রী দিয়েছেন। অনেক দিন পর আজ পরিবারের সবাই একসঙ্গে খাব।

jagonews24

পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘরে থাকতে হবে। কর্মহীন হয়ে যারা ঘরবন্দি আমরা তাদের ত্রাণ সহায়তা দিচ্ছি। পুলিশের নিজস্ব উদ্যোগে আজ কাঠমিস্ত্রি ও ভ্যানচালকদের ত্রাণসামগ্রী দেয়া হয়। করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষকে সহযোগিতার জন্য সরকারের পাশাপাশি বিত্তশালীদের এগিয়ে আসা উচিত।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমকেএইচ