ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইউএনওর ফোন নম্বর ক্লোন করে ৮ হাজার টাকায় ল্যাপটপ দেয়ার অফার

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৫ এপ্রিল ২০২০

কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসানের সরকারি মোবাইল নম্বর (০১৭৩৩-৩৫৪৯৪৪) ক্লোন করা হয়েছে। একটি চক্র শনিবার (২৫ এপ্রিল) ওই নম্বর থেকে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসা প্রধানদের ফোন করে ৮ হাজার টাকায় ল্যাপটপ দেয়া হবে বলে জানিয়েছে। চক্রটি এরই মধ্যে ওই নম্বর ছাড়াও ০১৮৯-৩৪৩২৫১৬ নম্বর থেকে অনেক প্রতিষ্ঠান প্রধানকে ফোন করেছে।

শিক্ষকরা এমন লোভনীয় অফার পেয়ে উপজেলা সদরে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে ঘটনা ফাঁস হয়ে যায়। পরে প্রতারকরা বিকল্প নম্বরটিও বন্ধ করে দেয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান জানান, বিষয়টি জানতে পেরে তিনি দেবিদ্বার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। প্রতারকদের সঙ্গে প্রতিষ্ঠান প্রধানদের কোনো প্রকার লেনদেন না করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

কামাল উদ্দিন/আরএআর/পিআর