ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ১২:৫০ এএম, ১৬ অক্টোবর ২০১৫

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা অবহেলায় কৌশিলা রানী বর্মন (২৮ ) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কৌশিলা সদর উপজেলার ভাদসা গ্রামের হরিপদ বর্মনের স্ত্রী।

কৌশিলার স্বামী হরিপদ বর্মনসহ তার পরিবারের অভিযোগ, অসুস্থ কৌশিলাকে বৃহস্পতিবার ভোররাতে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে জরুরিভাবে রক্তের প্রয়োজন হলেও চিকিৎসকরা গুরুত্ব না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন। এতে রক্ত শূন্যতার ফলে রাতে রোগীর মৃত্যু হয়।

এ অবস্থায় মৃত্যের পরিবারের স্বজনসহ বেশ কিছু জনতা বিক্ষুব্ধ হয়ে উঠলে তাৎক্ষণিকভাবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, এ ব্যাপারে চিকিৎসকগণের বা হাসপাতাল কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল না। অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর মৃত্যু হয়েছে।

রাশেদুজ্জামান/বিএ