ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আরও ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন মেয়র ফয়সাল

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৯:৩১ পিএম, ২৪ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ১০ হাজার পরিবারের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন নোয়াখালীর চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল।

শুক্রবার বিকেলে চৌমুহনী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকের বাড়িতে বাড়িতে এ খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়।

noakhali-(1)

প্রত্যেক পরিবারকে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেয় হয়। এ সময় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সহায়তা দিতে যাওয়া প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন মেয়র। এর আগেও ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন তিনি।

চৌমুহনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ফয়সাল বলেন, খাদ্য সহায়তার পাশাপাশি লোকজনকে সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব মেলে চলার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। যতদিন মানুষের সহায়তা দরকার ততদিন খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। সমাজের বিত্তশালীরা করোনার দুর্দিনে সরকারের পাশে থেকে কর্মহীন মানুষকে সহায়তা দেয়ার আহ্বান জানাই।

মিজানুর রহমান/এএম /পিআর