ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় নতুন করে ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২৪ এপ্রিল ২০২০

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ২টা পর্যন্ত জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৪ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে জেলার মুরাদনগর উপজেলার দুইজন, দেবিদ্বারের একজন, মনোহরগঞ্জের একজন ও তিতাস উপজেলার একজন রয়েছেন। এ নিয়ে জেলার মোট ৪৪ জন করোনায় আক্রান্ত হলেন।

তিনি আরও জানান, কুমিল্লা থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ১০৫ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৭৭৭ জনের রিপোর্ট পাওয়া গেছে।

কামাল উদ্দিন/আরএআর/এমকেএইচ