ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে একদিনে রেকর্ড ১৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০২:৩৭ এএম, ২৪ এপ্রিল ২০২০

সিলেটে একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন সর্বোচ্চ ১৩ জন শনাক্ত হওয়ার পর আজ আবার নতুন করে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলেন। এ নিয়ে মোট ৪৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় এই ১৬ জনের করোনা শনাক্ত হয়।

রাতে ১৬ জন করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, ‌বৃহস্পতিবার ওসমানী মেডিকেলের করোনা পরীক্ষাগারে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এর আগে গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। এরপর গত ১৫ এপ্রিল তিনি মারা যান। ৫ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ১৬ দিনে সিলেট বিভাগে ২০ জন করোনা আক্রান্ত হন। আর ২২ ও ২৩ এপ্রিল এ দুদিনে করোনায় আক্রান্ত হলেন ২৯ জন। করোনার এমন আগ্রাসী উত্থানে আতঙ্কিত হয়ে পড়েছেন লোকজন। এরমধ্যে এক চিকিৎসকসহ দুজন মারা গেছেন।

বৃহস্পতিবার মৌলভীবাজারে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। শনাক্ত হওয়া ১৬ জন সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বলে জানান তিনি। এরমধ্যে সিলেটে ৫, সুনামগঞ্জ ৮ ও হবিগঞ্জে ৩ জন।

ছামির মাহমুদ/বিএ