ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কালিয়াকৈরে করোনাভাইরাস : স্বাস্থ্য কর্মকর্তাসহ আক্রান্ত ২৯

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২৩ এপ্রিল ২০২০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নতুন করে স্বাস্থ্য কর্মকর্তাসহ চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি জানানো হয়।

এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ও স্বাস্থ্য কর্মকর্তাসহ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৯ জন। আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সবাই।

উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৯ ও ২০ এপ্রিল কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ বিভিন্ন এলাকার সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ওই রিপোর্ট আসে বৃহস্পতিবার। সে অনুযায়ী নমুনা সংগ্রহকারীদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ চারজনের রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মোট ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হোম কোয়ারেন্টাইনে আছেন।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা নাজমুন্নাহার বলেন, আমাদের স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ও আক্রান্ত সবাই নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন।

আমিনুল ইসলাম/এএম/পিআর