খুলনায় স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত
খুলনায় রুপসা উপজেলার এক স্বাস্থ্যকর্মী (৪৮) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার ৫৯ জনের নমুনা পরীক্ষার পর এ তথ্য নিশ্চিত করেছে খুলনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুল আহাদ জানান, ওই স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া নুর আলমের পরিবারের নমুনা সংগ্রহ করার জন্য মিল্কি দেয়াড়া এলাকায় যান। পরে নূর আলমের ২ ছেলের রিপোর্টও পজিটিভ আসে। এতে সন্দেহ হওয়ায় ওই স্বাস্থ্যকর্মীর (৪৮) নমুনা সংগ্রহ করা হয়।
বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ওই স্বাস্থ্যকর্মীর করোনা সংক্রমণ ধরা পড়ে। বাদবাকিদের রিপোর্ট নেগেটিভ। আক্রান্ত ব্যক্তি খুলনার রূপসা উপজেলার বাসিন্দা।
আলমগীর হান্নান/এফএ/এমকেএইচ