ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

১ কোটি ২০ লাখ টাকার ত্রাণসামগ্রী দিচ্ছেন এমপি রাজী

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৬:২২ পিএম, ২৩ এপ্রিল ২০২০

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের ত্রাণ সহায়তা পাচ্ছে ২০ হাজার দরিদ্র পরিবার। করোনাভাইরাসের দুর্যোগে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, দরিদ্র, গরিব ও অসহায় মানুষের মাঝে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ত্রাণসামগ্রী বিতরণ শুরু করেন এমপি রাজী।

প্রথম দিন দেবিদ্বার উপজেলার ইউসুফপুর, বড়শালঘর, রসুলপুর ও মোহনপুরের চার ইউনিয়নে ২০টি পিকআপের প্রতিটিতে ৭০০ প্যাকেট করে মোট ২৫ টন খাদ্যসামগ্রী পাঠানো হয়। প্রতি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু ও এক কেজি ডাল।

এমপির নিজস্ব তহবিল থেকে এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার ২০ হাজার পরিবারের মাঝে ৩২০ মেট্রিক টন খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

jagonews24

ত্রাণসামগ্রী বিতরণের সময় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বলেন, আমার নির্বাচনী এলাকায় অনেক গরিব-দুঃখী মানুষ রয়েছেন; যারা করোনাভাইরাসের দুর্যোগে কর্মহীন হয়ে পড়েছেন। তাই আসন্ন রমজান মাসে যেন কোনো গরিব ও কর্মহীন মানুষকে না খেয়ে থাকতে হয়; সেজন্য উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও প্রশাসনের উদ্যোগে ২০ হাজার পরিবারের বাড়িতে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ঈদুল ফিতরের আগে কর্মহীন ও গরিব পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করার পরিকল্পনা রয়েছে আমার।

ত্রাণসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- ইউএনও মো. রাকিব হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, ওসি মো. জহিরুল আনোয়ার ও প্রভাষক সাইফুল ইসলাম শামীম প্রমুখ।

কামাল উদ্দিন/এএম/এমকেএইচ