ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনাভাইরাসে আক্রান্ত দম্পতি

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৩ এপ্রিল ২০২০

গোপালগঞ্জে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত দম্পতি সুস্থ হয়ে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়েছেন। বুধবার (২২ এপ্রিল) বিকেলে তারা বাড়িতে ফিরে যান বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৪ দিন চিকিৎসা চলাকালীন তাদের নমুনা দুই বার আইইডিসিআরে পাঠানো হয়। সেখান থেকে করোনা নেগেটিভ হওয়ায় তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাড়িতে গিয়ে ওই দম্পতি আরও ১৪ দিন হোম কোয়ারেন্টোইনে থাকবেন এবং আবার তাদের নমুনা আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হবে।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল ওই দম্পতির দেহে করোনাভাইরাস শনাক্ত হলে তাদেরকে টুঙ্গিপাড়া হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়।

এস এম হুমায়ুন কবীর/আরএআর/জেআইএম