যবিপ্রবির ল্যাবে আরও ১২ জনের করোনাভাইরাস শনাক্ত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে নমুনা পরীক্ষা করে আরও ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বুধবার (২২ এপ্রিল) ৬ষ্ঠ দিনের নমুন পরীক্ষায় ১২ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চুয়াডাঙ্গা জেলায় ছয়জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও যশোরে দুইজন, কুষ্টিয়ায় দুইজন, মেহেরপুরে একজন ও মাগুরায় একজন রোগী শনাক্ত হয়েছে। বুধবার ৭ জেলা থেকে ২০৪টি নমুনা পাঠানো হয়েছিল। এদের মধ্যে থেকে পরীক্ষার পর ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এর আগে মঙ্গলবার ৫ম দিনে যবিপ্রবি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল নড়াইলে পাঁচজন। এদের মধ্যে চারজন চিকিৎসক। এছাড়া যশোরে চারজন, কুষ্টিয়ায় দুইজন, মাগুরা ও মেহেরপুরে একজন করে করোনা রোগী শনাক্ত হয়। দুদিনে এখানে মোট ২৫ জন করোনা রোগী শনাক্ত হলো। তবে এখন পর্যন্ত ঝিনাইদহে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি।
মিলন রহমান/আরএআর/জেআইএম