ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লালমনিরহাটে ত্রাণের দাবিতে মহাসড়কে অবস্থান

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ২২ এপ্রিল ২০২০

লালমনিরহাটের হাতীবান্ধায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ ত্রাণের দাবিতে মহাসড়কে নেমে এসেছেন। বুধবার (২২ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার মধ্য গড্ডিমারী এলাকায় বুড়িমারী-ঢাকা মহাসড়কে দুই শতাধিক দরিদ্র নারী-পুরুষ অবস্থান নেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী ত্রাণ প্রদানের আশ্বাস দিলে তারা ঘরে ফেরেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ত্রাণের দাবিতে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দারা বুড়িমারী-ঢাকা মহাসড়কে অবস্থান করেন। ‘ত্রাণ দে, না হলে বিষ দে’ এ ধরনের হাতে লেখা ফেস্টুন নিয়ে তারা দাঁড়িয়ে থাকেন। পরে খবর পেয়ে সেনাবাহিনী, উপজেলা ত্রাণ কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান গিয়ে ত্রাণের আশ্বাস দিলে তারা ঘরে ফিরে যান।

jagonews24

তারা অভিযোগ করে বলেন, ইউনিয়ন পরিষদ ত্রাণ দেয়ার আশ্বাস দিয়ে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিলেও এখন পর্যন্ত কোনো ত্রাণ দেয়নি। পর্যায়ক্রমে দেয়া হবে বলে এক মাসের বেশি সময় অতিক্রম করেছে। এতে অসহায় দিনমজুর পরিবারগুলোতে খাদ্য সংকট দেখা দিয়েছে।

এ বিষয়ে গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান বলেন, আজও আমার ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়েছে। যারা পায়নি তাদের দেয়া হবে।

jagonews24

হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, আমরা এই এলাকার মানুষদের জন্য দিন-রাত কাজ করে যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে ত্রাণ বিতরণ করেছি। সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এই কাজ করা হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। যারা ত্রাণ পায়নি তাদের তালিকা করতে বলা হয়েছে।

রবিউল হাসান/আরএআর/এমকেএইচ