ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে জ্বর-শ্বাসকষ্টে যুবকের মৃত্যু, চিকিৎসক কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৬:১৩ পিএম, ২২ এপ্রিল ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জ্বর-শ্বাসকষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় বিকেলে ওই ব্যক্তির সংস্পর্শে যাওয়া চিকিৎসক ও অ্যাম্বুলেন্স চালকসহ পরিবারের সবাইকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ৩৫ বছর বয়সী এক যুবক এলে তার রোগের লক্ষণগুলো করোনার উপসর্গ হওয়ায় তাকে দ্রুত সিলেটে রেফার্ড করেন চিকিৎসকরা। পরে অ্যাম্বুলেন্স দিয়ে ওই যুবককে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হলে মাঝ রাস্তায় তিনি মারা যান। পরবর্তীতে তার লাশ শহীদ শামসুদ্দিন হাসপাতালে নিয়ে নমুনা সংগ্রহ শেষে পুনরায় গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

এ ঘটনায় ওই যুবকের সংস্পর্শে যাওয়া চিকিৎসক, অ্যাম্বুলেন্স চালকসহ পরিবারের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, যেহেতু ওই যুবক করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছেন এবং তার নমুনাও সংগ্রহ করা হয়েছে তাই স্বাস্থ্যবিধি মেনেই তার জানাজা অনুষ্ঠিত হবে। আমরা ওই যুবকের সংস্পর্শে আসা চিকিৎসক, অ্যাম্বুলেন্স চালকসহ যুবকের ভাই ও পরিবারের লোকদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছি।

মোসাইদ রাহাত/এফএ/এমএস