ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রামগতিতে ইউপি নির্বাচনে সংঘর্ষ

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১১:৪৮ এএম, ১৫ অক্টোবর ২০১৫

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন। আহতরা দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থক এবং আওয়ামী লীগের নেতাকর্মী।

বৃহস্পতিবার দুপুরে পশ্চিম চরগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এ সংঘর্ষ হয়। এসময় পুলিশ, র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় আধা ঘণ্টার জন্য ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংঘর্ষে আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ব্যাপারে রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাকির মাহমুদ জাগো নিউজকে বলেন, সংঘর্ষের কারণে ওই কেন্দ্রে ২০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে তা স্বাভাবিক হয়।

কাজল কায়েস/এমজেড/পিআর

আরও পড়ুন