ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ১১:৩৯ এএম, ১৫ অক্টোবর ২০১৫

সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাস ও ট্যাক্সি ক্যাবের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।  এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুই জন।  বৃহস্পতিবার দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মড়াগাং এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়,  দুপুরে উত্তরার আব্দুল্লাহপুর থেকে একটি ট্যাক্সি ক্যাব যাত্রী নিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকায় রওয়ানা দেয়। এসময় ট্যাক্সি ক্যাবটি মড়াগাং এলাকায় পৌঁছালে বাইপাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই চালক ও এক যাত্রী দুই জন নিহত হন।

এ ঘটনায় আহত হয় আরো দু’জন। পরে আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে লাশ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত দু’জনের পরিচয় এখনো জানা যায়নি।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরর করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আল-মামুন/এসকেডি/পিআর