ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নীলফামারীতে আরও এক যুবকের করোনা পজিটিভ

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ১০:২১ পিএম, ২১ এপ্রিল ২০২০

নীলফামারীতে আরও এক যুবক (১৯) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্র থেকে পাওয়া রির্পোটে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন। এ নিয়ে জেলাটিতে এক চিকিৎসক ও এক কিশোরীসহ করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১০ জনে।

জানা গেছে, নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের যুবক (১৯) গাইবান্ধা জেলার সাঘাটায় নির্মাণ শ্রমিকের কাজ করত। গত ১৫ এপ্রিল জ্বর, সর্দি ও কাঁশি নিয়ে নিজ বাড়ি আসে। জেলা স্বাস্থ্য বিভাগ ১৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা কেন্দ্রে পাঠান।

আজ বিকালে পরীক্ষার ফলাফলে ওই যুবকের করোনা পজিটিভের রির্পোট আসে। সন্ধ্যায় তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে। এখন পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডে কোভিড-১৯ প্রমাণিত ১০ জন চিকিৎসাধীন রয়েছে।

আক্রান্তদের মধ্যে একজন ডাক্তারসহ ৯ জন শ্রমিক। তারা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা থেকে নিজ বাড়িতে ফিরে এসে করোনায় আক্রান্ত হয়।

জাহেদুল ইসলাম/এমআরএম