ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে করোনায় আরেকজনের মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২১ এপ্রিল ২০২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের (৭৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মৃত বৃদ্ধের ছেলে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত বৃদ্ধ উপজেলার তারাবো পৌরসভার রূপসী কাজীপাড়া এলাকার বাসিন্দা।

এর আগে ১৫ এপ্রিল পরিবারের লোকজন ওই বৃদ্ধকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করেন। সেখাসে পরীক্ষা করা হলে করোনা পজিটিভ আসে তার। করোনায় আক্রান্ত হওয়ায় তাকে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়। সোমবার দিবাগত রাত ২টার দিকে কুর্মিটোলা হাসপাতালে তার মৃত্যু হয়।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন বলেন, রূপগঞ্জের ওই বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা গেছেন। এছাড়া রূপগঞ্জে নতুন করে আরও দুজন করোনায় আক্রান্ত হয়েছেন।

মীর আব্দুল আলীম/এএম/পিআর