ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কোয়ারেন্টাইনে পাঠানো হলো ভারতফেরত আরও ৬৫ বাংলাদেশিকে

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ২১ এপ্রিল ২০২০

করোনা সংক্রমণের বিস্তার রোধে ভারত থেকে বিশেষ ব্যবস্থায় ফেরত আসা ৬৫ বাংলাদেশিকে যশোরের ঝিকরগাছা গাজীর দরগায় ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে এসব যাত্রীদের পুলিশ ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টাইনে নেয়া হয়।

সোমবার চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণসহ বিভিন্ন কাজে ভারতে যাওয়া এসব যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী গত ৬ এপ্রিল থেকে ভারত ফেরত মোট ৫২৮ জনকে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদেরকে বেনাপোল পৌর বিয়েবাড়ি ও যশোর গাজীর দরগায় রাখা হয়েছে। তবে যারা জটিল রোগে আক্রান্ত তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেশে ফেরত আসাদের মধ্যে সন্দেহজনক অনেকেরই নমুনা পরীক্ষা করা হলেও এ পর্যন্ত কারো শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েনি।

এদিকে যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, সোমবার পর্যন্ত যশোরে কোয়ারেন্টাইনে ছিলেন ৩ হাজার ৬০২ জন। তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন ৫৯২ জন। করোনা আক্রান্ত না হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে ২৩৬ জনকে।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের আরএমও ডা. মো. আরিফ আহমেদ জানিয়েছেন, হাসপাতালটিতে আইসোলেশনে আছেন ৫ জন আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪ জন।

জামাল হোসেন/এফএ/এমএস