তালাবদ্ধ কক্ষ থেকে ৪০ বস্তা ছোলা ও ১৪৪ লিটার তেল উদ্ধার
টাঙ্গাইলের ধনবাড়ী পৌর সুপার মার্কেটের নবনির্মিত ভবনের তালাবদ্ধ একটি কক্ষ থেকে টিসিবির বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ধনবাড়ী থানায় সোমবার (২০ এপ্রিল) রাতে মামলা করা হয়েছে। জব্দ করা টিসিবির ওই মালামালের মালিক পলাতক।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের পুরান কাপড়হাটি ও পৌর সুপার মার্কেটের নবনির্মিত ভবনে অভিযান চালান ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম। এ সময় টিসিবির বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়।
স্থানীয়রা জানায়, ধনবাড়ী পৌরসভা কর্তৃক পুরান কাপড়হাটিতে পৌর সুপার মার্কেট নির্মাণ শেষে দীর্ঘদিন ধরে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। মার্কেটের প্রতিটি কক্ষ তালাবদ্ধ। এর একটি কক্ষ থেকে টিসিবির বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।
ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম বলেন, উদ্ধারকৃত এসব মালামাল টিসিবির। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ধনবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া বলেন, উদ্বোধন হওয়ার অপেক্ষায় পৌরসভার নবনির্মিত মার্কেটের একটি তালাবদ্ধ কক্ষ থেকে ৪০ বস্তা ছোলা ও দুই লিটারের ৭২ বোতল সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। তেল টিসিবির প্রমাণ পাওয়া গেলেও ছোলা টিসিবির কি-না জানা যায়নি। এসব মালের মালিককে পাওয়া যায়নি।
জব্দকৃত মালামাল ধনবাড়ী টিসিবি ডিলারের কি-না এমন প্রশ্নে তিনি বলেন, প্রথমে সন্দেহ হওয়ায় তার স্টক দেখে নিশ্চিত হয়েছি জব্দকৃত মালামাল ওই ডিলারের নয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সিদ্দিকা বলেন, এ ব্যাপারে ধনবাড়ী থানায় সোমবার রাতে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আরিফ উর রহমান টগর/এএম/এমএস