ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু, নমুনা সংগ্রহ

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০১:৫১ পিএম, ২১ এপ্রিল ২০২০

সাতক্ষীরার পাটকেলঘাটা থানা সদরের পশ্চিমপাড়া এলাকায় শ্বাসকষ্টে এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি মারা যান। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য বিভাগ।

পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, বেলা ১১টার দিকে ওই বৃদ্ধ শ্বাসকষ্টে মারা গেছেন। তার পরিবার জানিয়েছে- অনেক আগে থেকেই তার শ্বাসকষ্ট ছিল, প্রেসার বেশি ছিল। তবে জ্বর ছিল কি-না সেটি জানা যায়নি।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব সরদার জানান, একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। ধারণা করা হচ্ছে- স্টোক করে তিনি মারা গেছেন। তারপরও সতর্কতা হিসেবে রিপোর্ট না আসা পর্যন্ত ওই বৃদ্ধের বাড়িসহ আশপাশের বাড়িগুলো লকডাউন রাখা হবে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, স্বাস্থ্য বিভাগ মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে। তবে তার বাড়ি এখনও লকডাউন করার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে এলাকাটি লকডাউন করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

আকরামুল ইসলাম/আরএআর/এমকেএইচ