ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ১১:১৮ এএম, ২১ এপ্রিল ২০২০

খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নুরুজ্জামান খান (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়।

নুরুজ্জামান খান রূপসা উপজেলার রাজাপুর গ্রামের গোলাম খানের ছেলে। তিনি পাঁচদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, সকাল পৌনে ৯টার দিকে নুরুজ্জামান খান নামে একজনকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। যেহেতু তার মধ্যে করোনার উপসর্গ ছিল সে কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না তা পরীক্ষা করা হবে।

আলমগীর হান্নান/আরএআর/জেআইএম