ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে উপসর্গ ছাড়াই নারায়ণগঞ্জ থেকে আসা যুবকের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৮:১৩ এএম, ২১ এপ্রিল ২০২০

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট মানিক এলাকায় কোনো উপসর্গ ছাড়াই নারায়ণগঞ্জ থেকে আসা এক যুবকের (৩৩) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাতে রাজশাহী মেডিকেল কলেজ থেকে ওই যুবকের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

আক্রান্ত ওই যুবক পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জে একটি বায়িং হাউজে কাজ করেন। কদিন আগে তিনি বাড়ি আসার পর হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদ হোসেন বলেন, ওই যুবকের শরীরে করোনার কোনো উপসর্গ না থাকলেও তিনি নারায়ণগঞ্জ থেকে বাড়ি এসে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এ জন্যই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। আবার অনেক সময় আক্রান্ত ব্যক্তিরা তাদের উপসর্গগুলোও গোপন করেন। ফলে অনেক সময় জানা নাও যেতে পারে।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সরওয়ার জানান, আক্রান্ত ব্যক্তির আশপাশের পাঁচটি বাড়ির সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। ওই পাঁচটি বাড়ির সদস্যদের কারও ত্রাণ প্রয়োজন হলে পৌঁছে দেয়া হবে।

জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, রাজশাহীতে পাঠানো নমুনায় তিনজনের রিপোর্টে দুইজনের নেগেটিভ এবং একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আক্রান্ত ব্যক্তিকে আক্কেলপুরের হেলথ টেকনিক্যাল ইনস্টিটিউটে আইসোলেশনে রাখা হবে। এ নিয়ে জেলায় মোট তিনজন করোনায় আক্রান্ত হলেন। আগের আক্রান্ত দুজনকেও আইসোলেশনে রাখা হয়েছে।

রাশেদুজ্জামান/আরএআর/জেআইএম