বাসায় বসে সাতদিনে করোনা থেকে সুস্থ না.গঞ্জের সিভিল সার্জন
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ উদ্দিন করোনা আক্রান্ত হয়ে এক সপ্তাহ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়েছেন।
বর্তমানে জেলা সিভিল সার্জন সম্পূর্ণ সুস্থ। তবে আইইডিসিআরের পরামর্শে আরও কিছুদিন তাকে বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জনকে ফোন করলে জাগো নিউজের প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
সিভিল সার্জন ইমতিয়াজ উদ্দিন বলেন, ৯ এপ্রিল নমুনা সংগ্রহের পর করোনা ধরা পড়ে আমার। পরে নিজ বাড়িতে আইসোলেশনে চলে যাই। সেখানে থেকে নিয়মিত মোবাইলে দাফতরিক কাজ চালিয়ে যাই। বিভিন্ন কাজে বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে গেছি। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলেছি। সাতদিন আইসোলেশনে থেকে আল্লাহর রহমতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছি। ১৬ এপ্রিল পুনরায় পরীক্ষা করালে আমার করোনা নেগেটিভ আসে। পরে ১৮ তারিখ আবার পরীক্ষা করাই। সেখানেও রিপোর্ট নেগেটিভ আসে। দুবার ফলাফল নেগেটিভ আসায় নিশ্চিত হলাম আমি সম্পূর্ণ সুস্থ।
তিনি বলেন, আল্লাহর রহমতে আমি এখন সুস্থ। তবে আইইডিসিআরের পরামর্শ অনুযায়ী আরও ৫-৭ দিন বিশ্রামে থাকতে হবে। সবার দোয়ায় আবারও কাজে ফিরব। কাজ করতে কোনো সমস্যা হবে না। অহেতুক ঘর থেকে বের না হয়ে নিরাপদে থাকুন। আক্রান্ত হলে স্বাস্থ্যবিধি মেনে চলুন; সুস্থ হয়ে উঠবেন।
শাহাদাত হোসেন/এএম/এমকেএইচ