ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কোয়ারেন্টাইনে মারা যাওয়া যুবকের করোনা নেগেটিভ

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৩:১২ পিএম, ২০ এপ্রিল ২০২০

খাগড়াছড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা পোশাক শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না। রোববার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে খাগড়াছড়ির জেলা সদরের গুগরাছড়ি এলাকার একেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টাইনে তার মৃত্যু হয়।

চট্টগ্রামে করোনা পরীক্ষার একমাত্র কেন্দ্র ফৌজদারহাটের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) থেকে পাওয়া রিপোর্টে তার করোনা নেগেটিভ আসে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) ঢাকা থেকে অন্য সহকর্মীদের সঙ্গে খাগড়াছড়িতে আসলে স্থানীয় একটি বিদ্যালয়ে অন্য পাঁচজনের সঙ্গে ওই যুবককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। পরদিন ওই যুবকের মৃত্যু হয়

খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ বলেন, জ্বর ও কাশি নিয়ে খাগড়াছড়ি ও মানিকছড়ি হাসপাতালের আইসোলেশনে ভর্তি পাঁচ পোশাক শ্রমিকসহ ৬৬ জনের নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। এর মধ্যে মারা যাওয়া পোশাক শ্রমিকসহ ২৭ জনের করোনা নেগেটিভ এসেছে। বাকি ৩৯ জনের রিপোর্ট এখনও আসেনি।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, খাগড়াছড়িতে ৫৪৮ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ও ৩৮৪ জন হোম কোয়ারেন্টাইনে এবং তিনজন আইসোলেশনে আছেন। এরা সবাই নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন কারখানায় কর্মরত।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/জেআইএম