ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠিতে করোনার উপসর্গ নিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০৩:০৫ পিএম, ২০ এপ্রিল ২০২০

ঝালকাঠির নলছিটি উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এসএসসির ফলপ্রত্যাশী এক ছাত্রীর (১৬) মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ওই ছাত্রী।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুনিবুর রহমান জুয়েল বলেন, ওই ছাত্রীর বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও সর্দি-কাশি ছিল। তার নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে ওই ছাত্রী করোনায় মারা গেছে কি-না।

এএম/পিআর