ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লিটনের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রকাশিত: ০৭:১২ এএম, ১৫ অক্টোবর ২০১৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযুক্ত সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫ রাউন্ড টিয়ারশেলও নিক্ষেপ করে।

গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুল হাসান ইউসুফের আদালতে সাংসদ লিটনের জামিন আবেদন শুনানি চলাকালে এ ঘটনা ঘটে।

সাংসদ লিটনের মুক্তির দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে তার কর্মী-সমর্থকরা পুলিশ সুপারের কার্যালয়ের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হন। তখন পুলিশ বাধা প্রদান করলে তারা গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে অবস্থান নেন। একপর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে।

এর আগে বুধবার রাতে ঢাকায় গ্রেফতারের পর আদালতে নেয়ার আগে কঠোর নিরাপত্তায় লিটনকে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছিল।   

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে একটি সাদা মাইক্রোবাসে সাংসদ লিটনকে কড়া নিরাপত্তায় পুলিশ সুপারের কার্যলায়ে নিয়ে আসা হয়।

অমিত দাশ/এমজেড/এমএস

আরও পড়ুন