অবশেষে নারায়ণগঞ্জ হাসপাতালে হচ্ছে করোনার পরীক্ষাগার
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আবেদনের পর অবশেষে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে হচ্ছে করোনা পরীক্ষাগার।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে করোনা পরীক্ষাগার স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবারের মধ্যে ঢাকা থেকে পরিদর্শক দল যাবে। নারায়ণঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল পরির্দশন শেষে পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করবে প্রতিনিধি দল।
নারায়ণগঞ্জে করোনা পরীক্ষাগার স্থাপনের জন্য ৩০ মার্চ দাবি জানায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। এরপর ৪ এপ্রিল পরীক্ষাগারের দাবি জানিয়ে বিবৃতি দেয় সামাজিক ও রাজনৈতিকসহ ৪৬টি সংগঠন।
এরপর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা একই দাবি জানান।
১৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্সে করোনা পরীক্ষাগারের দাবি জানান নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক সামসুদ্দোহা সঞ্চয়। নারায়ণগঞ্জে করোনা পরীক্ষাগার নেই জেনে বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেন তিনি।
নারায়ণগঞ্জ হাসপাতালের আবাসিক চিকিৎসক সামসুদ্দোহা সঞ্চয় বলেন, করোনা পরীক্ষাগার স্থাপনের বিষয়ে ডিজির সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে পরীক্ষাগার স্থাপন করা হবে। এজন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল ও করোনা পরীক্ষার সরঞ্জাম আসবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমরা ল্যাবের জন্য বারবার দাবি জানিয়েছি। নারায়ণগঞ্জ হাসপাতালে যেখানে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে সেখানে ল্যাব বসানো হবে বলে জেনেছি। অতি দ্রুত ল্যাবটি স্থাপনের কার্যক্রম শেষ হবে বলে আশা করছি।
জেলা সিভিল সার্জন ড. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে করোনা পরীক্ষাগার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার ঢাকা থেকে পরিদর্শক দল আসবে এবং হাসপাতাল পরিদর্শন করবে। এরপর পরিকল্পনা ও ল্যাব বাস্তবায়নে ১০-১৫ দিন সময় লাগবে।
শাহাদাত হোসেন/এএম/এমকেএইচ