ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার পরদিনই যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১৯ এপ্রিল ২০২০

খাগড়াছড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা এক যুবকের (২৩) মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় শ্রমিক ছিলেন।

রোববার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে খাগড়াছড়ির জেলা সদরের গুগরাছড়ি এলাকার এএকে পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে তার মৃত্যু হয়।

এর আগে গতকাল শনিবার (১৮ এপ্রিল) ঢাকা থেকে অন্য সহকর্মীদের সঙ্গে খাগড়াছড়িতে যান ওই যুবক। পরে স্থানীয় একটি বিদ্যালয়ে অন্য পাঁচজনের সঙ্গে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়।

খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন মিটন চাকমা বলেন, করোনা আক্রান্ত সন্দেহে ওই যুবকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। আপাতত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ধরে নিয়েই নিরাপত্তা নিশ্চিত করে তাকে দাফন করা হবে।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/এমএস