ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অবশেষে পটুয়াখালী লকডাউন

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৯ এপ্রিল ২০২০

অবশেষে পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, ১৬ এপ্রিল স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক সমগ্র বাংলাদেশকে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করায় পটুয়াখালীর পাশের জেলা বরিশাল এবং বরগুনায় করোনা পরিস্থিতির প্রকোপ বেড়ে যায়। এ অবস্থায় করোনার সংক্রমণ ঠেকাতে পটুয়াখালী জেলাকে লকডাউন করা হয়েছে।

তিনি আরও বলেন, লকডাউনের সময় জেলার সড়ক, নৌ ও আকাশপথে জনসাধারণের আগমন-বহির্গমন নিষিদ্ধ করা হলো। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলায় যাতায়াতের ক্ষেত্রে একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সব ধরনের গণপরিবহন, জনসমাগম নিষিদ্ধ করা হলো। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্য সরবরাহ লকডাউনের আওতামুক্ত থাকবে। রোববার সন্ধ্যা থেকে এ আদেশ কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পটুয়াখালীর সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, পটুয়াখালী থেকে এ পর্যন্ত ২৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে দুজনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। দুজনের মধ্যে একজন মারা গেছেন। অপরজন চিকিৎসাধীন। যেহেতু পাশের জেলা থেকে পটুয়াখালীর করোনা পরিস্থিতি ভালো সেহেতু অবস্থান ধরে রাখতে লকডাউন করা হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমকেএইচ