ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসে পুলিশের এসআই করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০২:৩২ পিএম, ১৯ এপ্রিল ২০২০

ঝালকাঠিতে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি শহরতলী এলাকার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচজন। রোববার (১৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার

তিনি জানান, কদিন আগে আইইডিসিআরে ওই পুলিশ কর্মকর্তার নমুনা পাঠানো হয়েছিল। রোববার সকালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাসান জানান, কয়েকদিন আগে স্থানীয়দের দেয়া খবরে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তার নমুনা সংগ্রহ করা হয়। ওই ব্যক্তির মধ্যে করোনার লক্ষণ দেখে তার বাড়িটি লকডাউন করা হয়েছিল।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে একই পরিবারের শিশুসহ তিনজনের দেহে প্রথমবারের মত করোনাভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয় স্বাস্থ্য বিভাগ। ওই পরিবারটি নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি ঝালকাঠির গ্রামের বাড়ি আসে। আর এ পরিবারের বাড়িতে যাতায়াতের ফলে স্থানীয় এক ইউপি সদস্যের দেহে ১৫ এপ্রিল করোনাভাইরাস শনাক্ত হয়।

নতুন আক্রান্ত ব্যক্তি ঝালকাঠি শহরতলীর নতুন এলাকার বাসিন্দা। তিনিও নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি ঝালকাঠি আসেন। নারায়ণগেঞ্জের একটি পুলিশ ফাঁড়িতে তিনি এসআই পদে কর্মরত।

সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, ঝালকাঠিতে এবার পুলিশের এক এসআইয়ের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ইউপি সদস্য, শিশু, নারীসহ মোট আক্রান্তের সংখ্যা পাঁচজন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৩৭৬ জন।

এদিকে ইউপি সদস্যসহ চারজন করোনায় আক্রান্ত হওয়ার পর গত ১৭ এপ্রিল ঝালকাঠি সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

আতিকুর রহমান/আরএআর/জেআইএম