ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রসূতি মৃত্যুর অভিযোগে ক্লিনিকে ভাঙচুর

প্রকাশিত: ০৬:০০ এএম, ১৫ অক্টোবর ২০১৫

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পীরমোহনি এলাকায় ভুল চিকিৎসায় চামেলি খাতুন (২৩) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ক্লিনিকে ভাঙচুর করেছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে।

মৃত চামেলি খাতুন উত্তর নারায়ণপুর গ্রামের আলি আহাম্মেদের স্ত্রী।

জানা যায়, অপারেশনের ১৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ওই প্রসূতির মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জাগো নিউজকে জানান, সদর উপজেলার ডাকবাংলা পীরমোহনি এলাকায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ক্লিনিক ভাঙচুর করেছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এসএস/এমএস