ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে দুই পুলিশ কর্মকর্তাসহ আরও চারজন করোনায় আক্রান্ত

কালীগঞ্জ (গাজীপুর) | প্রকাশিত: ১০:১৯ পিএম, ১৮ এপ্রিল ২০২০

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুই উপপরিদর্শক (এসআই) ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নার্স এবং নার্সের পরিবারের এক সদস্য রয়েছেন। এ নিয়ে কালীগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৩ জন।

শনিবার (১৮ এপ্রিল) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ ও কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক।

ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ বলেন, করোনা আক্রান্ত নতুন চারজনকে আইসোলেশনে পাঠানো হবে। তাদের সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করে আগামীকাল (১৯ এপ্রিল) আইইডিসিআরে পাঠানো হবে।

কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক বলেন, থানার দুই এসআই করোনায় আক্রান্ত হয়েছেন। এ ব্যাপারে গাজীপুরের পুলিশ সুপারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। দুই এসআইয়ের সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করে আগামীকাল রোববার আইইডিসিআরে পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক বলেন, ১২ এপ্রিল উপজেলায় প্রথম করোনায় আক্রান্ত পাঁচজন রোগী শনাক্ত হন। ১৩ এপ্রিল আক্রান্ত হন তিনজন, ১৪ এপ্রিল একজন, ১৫ এপ্রিল পাঁচজন, ১৬ এপ্রিল ২৩ জন, ১৭ এপ্রিল দুজন এবং ১৮ এপ্রিল চারজন। গত সাতদিনে কালীগঞ্জে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩ জন।

আব্দুর রহমান আরমান/এএম/জেআইএম