ডিসির পাঠানো ত্রাণের বস্তা দেখে কাঁদলেন বিধবা
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিধবা এক নারীর ফোন পেয়ে এক ঘণ্টার মধ্যে এক বস্তা খাদ্যসামগ্রী ঘরে পৌঁছে দিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এসব খাবার পাঠান ডিসি।
স্থানীয় সূত্র জানায়, মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামের বিধবা জুহুরা বেগমের ১০ সদস্যের সংসার। করোনার প্রভাবে তার ছেলেরা কর্মহীন। ঘরে খাবার নেই তাদের। দুদিন ধরে না খেয়ে আছেন তারা। অনেকের কাছে গিয়েও সহযোগিতা পাননি। নাতি-নাতনি খাবার চাচ্ছিল বার বার। তাদের খাবার দিতে পারছিলেন না দাদি জুহুরা।
নিরুপায় হয়ে শনিবার সন্ধ্যায় ডিসির মোবাইল নম্বরে ফোন দেন জুহুরা। ফোন রিসিভ করেন ডিসি। এরপর ডিসিকে পরিবারের দুরবস্থার কথা জানান জুহুরা। জুহুরা ও তার পরিবারের কষ্টের কথা শুনে এক ঘণ্টার মধ্যে ঘরে খাবারের বস্তা পাঠিয়ে দেন ডিসি।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুভা নাশতারান বলেন, ডিসির নির্দেশ পেয়ে মোটরসাইকেলযোগে জুহুরার ঘরে চাল-ডাল, আলু ও তেলভর্তি এক বস্তা খাবার পৌঁছে দিয়েছি।
ডিসির পাঠানো খাবারের বস্তা বাড়িতে পৌঁছার পর কেঁদে ফেলেন জুহুরা বেগম। পরে নিজেই ত্রাণের বস্তা মাথায় নিয়ে ঘরে যান। এরপর খাবার রান্না করে নাতি-নাতনির মুখে তুলে দেন জুহুরা।
জুহুরা বেগম বলেন, জীবনেও কল্পনা করিনি ডিসি ফোন ধরবেন। সেই সঙ্গে এত দ্রুত খাদ্যসামগ্রী বাড়িতে পৌঁছে দেবেন। আগামী এক সপ্তাহ খাবার নিয়ে চিন্তা করতে হবে না আমাদের। ছোট নাতি-নাতনি আপাতত খাবারের জন্য কাঁদবে না। আমরা ডিসির জন্য প্রাণভরে দোয়া করব।
এএম/এমকেএইচ