রংপুরে যুবককে সেবা দিয়ে করোনা আক্রান্ত চিকিৎসক
রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে তার করোনা শনাক্ত হয়। আক্রান্ত চিকিৎসক উপজেলার ইমাদপুর ইউনিয়নের বাসিন্দা।
বর্তমানে ওই চিকিৎসক রংপুর করোনা হাসপাতালের (নবনির্মিত শিশু হাসপাতাল) আইসোলেসন ইউনিটে চিকিৎসাধীন।
রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, সম্প্রতি মুন্সীগঞ্জ থেকে ফেরা মিঠাপুকুরের বালারহাট ইউনিয়নের খন্দকারপাড়া গ্রামের এক কিশোর করোনা আক্রান্ত হন। ওই কিশোরের চিকিৎসায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক জড়িত ছিলেন। করোনা আক্রান্ত সন্দেহে ওই তিন চিকিৎসকের নমুনা পরীক্ষা করা হয়। এতে দুজনের নেগেটিভ হলেও একজন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে ওই কিশোরের সংস্পর্শ থেকে এই চিকিৎসক আক্রান্ত হয়েছেন। বর্তমানে ওই চিকিৎসক রংপুর করোনা হাসপাতালে (নবনির্মিত শিশু হাসপাতাল) চিকিৎসাধীন।
সিভিল সার্জন আরও জানান, চিকিৎসক আক্রান্ত হওয়ার পরপরই মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনসহ পুরো চত্বর জীবাণুমুক্ত করার পাশাপাশি সেখানে সাধারণ লোকজনের চলাচল সীমিত করা হয়েছে। এছাড়াও ওই চিকিৎসকের পরিবারের চার সদস্যের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জিতু কবীর/এফএ/এমকেএইচ