ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিনামূল্যে সাড়ে তিন হাজার পিপিই দিলো আব্রুয়ান গ্রুপ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ১৮ এপ্রিল ২০২০

সারাবিশ্বে ছড়িয়েপড়া মরণঘাতী করোনাভাইরাসে আতঙ্কিত হয়ে পড়েছেন সব শ্রেণিপেশার মানুষ। একই অবস্থা বিরাজ করছে আমাদের দেশেও। চরম এ সংকটেও বিশেষ ভূমিকা রাখছেন ডাক্তার, নার্স, পুলিশ, সেনাবাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাসহ অনেকেই। এ যুদ্ধে সহযোদ্ধা হিসেবে কাজ করছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানও।

করোনাভাইরাস মোকাবিলায় দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। কেউ কেউ প্রতিষ্ঠানিক উদ্যোগে ডাক্তার ও নার্সদের পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও মাস্ক দিয়ে সহযোগিতা করছে। একই কাজ কেউ করছেন ব্যক্তি উদ্যোগেও।

অন্যদিকে, দেশের এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। সেইসব অসহায় মানুষের মাঝেও খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করছেন অনেকে।

দেশের চরম এ দুর্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান, ডাক্তার ও নার্সদের মাঝে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করছে আব্রুয়ান গ্রুপের টেমাকো ফ্যাশন লিমিটেড। ১ এপ্রিল থেকে শুরু করা তাদের এ কার্যক্রম এখনও চলমান।

আব্রুয়ান গ্রুপের এডমিন সিনিয়র এক্সিকিউটিভ কামরুজ্জামান লিমন জাগো নিউজকে বলেন, ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আমরা প্রায় সাড়ে তিন হাজার পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহ করেছি।

jagonews24

এরমধ্যে মিরপুর কাজীপাড়ায় আল হেলাল হাসপাতালে ৩৫০ পিস, বিজিএমই হেলথ সেন্টারে ৫০ পিস পিপিই দেয়া হয়েছে।

এছাড়াও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, লাইফ এইড হাসপাতাল, ট্রমা সেন্টার, আজমল হাসপাতাল, ঢাকা কমিউনিটি হাসপাতাল, এক্সিম ব্যাংক হাসপাতালে ৪০ পিস, মার্ক হাসপাতাল, আলোক হেলথ সেন্টার , রহিমা মেটারনিটি হাসপাতাল, শিশু হাসপাতাল, মনোয়ারা হাসপাতাল, হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল, পদ্মা ডায়াগনস্টিক হাসপাতাল, শেওড়াপাড়া জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ,
মিরপুর পুলিশ স্টেশন ও বিভিন্ন জায়গায় আমাদের কোম্পানি থেকে বিনামূল্যে পিপিই বিতরণ করা হয়েছে

এ বিষয়ে আব্রুয়ান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হারুন আর রশিদ বলেন, দেশের এ ক্রান্তিকালে পিপিই দিয়ে সাহায্য করতে পেরে নিজেকে স্বার্থক মনে করছি। একইভাবে তিনি সমাজের বিত্তবানদের যার যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।

প্রসঙ্গত, আব্রুয়ান গ্রুপ প্রতি বছর শীতকালে ঠাকুরগাঁও, নেত্রকোনা, ময়মনসিংহ, পাবনা, পিরোজপুর ও লালমনিরহাট শীতবস্ত্র বিতরণ করে। এছাড়াও প্রতি ঈদে খাদ্যসামগ্রী বিতরণসহ বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এমএএস/এমকেএইচ