ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাঁচ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন কাউন্সিলর

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১৮ এপ্রিল ২০২০

গাজীপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল আহমেদ সরকার ব্যক্তিগত উদ্যোগে ওয়ার্ডের কর্মহীন, দরিদ্র ও অসহায় পাঁচ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) ১৫ নম্বর ওয়ার্ডের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় নিজ কার্যালয়ের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু ও পেঁয়াজ।

ফয়সাল আহমেদ সরকার বলেন, সরকারি সহায়তার বাইরে নিজস্ব উদ্যোগে আমার ওয়ার্ডের পাঁচ হাজার লোককে খাদ্য সহায়তা দিয়েছি। ওয়ার্ডের অসুস্থ লোকদের হাসপাতালে নেয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি। ওয়ার্ডের কোনো ভাড়াটিয়া বা কোনো ব্যক্তি মারা গেলে দাফন-কাফনসহ মৃত ব্যক্তির গ্রামের বাড়িতে মরদেহ পাঠানোর যাবতীয় খরচ আমি বহন করব।

আমিনুল ইসলাম/এএম/এমকেএইচ