ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে আইসোলেশনে তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ১২:২৯ পিএম, ১৮ এপ্রিল ২০২০

রাজশাহীতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মনির গাজী (১৯) নামে এক তরুণ মারা গেছেন। শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর সংক্রমণ ব্যাধি (আইডি) হাসপাতালে তার মৃত্যু হয়। মনির গাজী নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের আলম গাজীর ছেলে।

মনিরের বাবা আলম গাজী জানান, তার ছেলে কয়েকদিন আগে হামে আক্রান্ত হয়েছিলেন। এরপর তাকে গ্রামের চিকিৎসক এন্টিবায়োটিক ইনজেকশন দেন। তারপর মনির আরও অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়ে দেন। শুক্রবার সন্ধ্যায় তাকে রাজশাহীতে নেয়া হয়।

রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গিলে সেখানকার চিকিৎসক তাকে করোনা সন্দেহে আইসোলেশন কেন্দ্র আইডি হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মনিরের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, মনির গাজী হামে আক্রান্ত হয়েছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে চিকিৎসার খুব বেশি সময় পাওয়া যায়নি বলে বিষয়টি তারা নিশ্চিত নন। মনির করোনায় আক্রান্ত ছিলেন এমনটিও তারা মনে করছেন না। তবে করোনার পরীক্ষার জন্য তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/পিআর