ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দর্জির দোকানে তিন বস্তা সরকারি চাল মজুত মেম্বারের

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ১৭ এপ্রিল ২০২০

ফেনী সদর উপজেলার ধর্মপুর থেকে ভিজিএফের তিন বস্তা চাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের বটতলা বাজারের একটি দর্জি দোকান থেকে এ চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্যকে আটক করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের ওসি এএনএম নুরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ওই বাজারে অভিযান চালায়। এ সময় দর্জি দোকান থেকে তিন বস্তা চাল উদ্ধার করা হয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) নাছির উদ্দিনকে আটক করা হয়েছে।

ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সাকা বলেন, তিনজন ভিজিএফের সুবিধাভোগী নারী এলাকার বাইরে থাকায় চালগুলো মেম্বারের দায়িত্বে রাখার জন্য অনুরোধ জানাই। মেম্বার ওই চাল দর্জি দোকানে নিয়ে রাখেন। এসব চাল চুরি অথবা বিক্রির জন্য রাখেননি তিনি। তবে তিনদিনেও এসব চাল সুবিধাভোগীদের কাছে না পৌঁছানো তার অপরাধ। বিষয়টি ইউপি সদস্য পলাশ পুলিশকে জানিয়েছেন। মূলত দুই মেম্বারের দ্বন্দ্বের কারণে এমনটি হয়েছে।

ডিবির ওসি এএনএম নুরুজ্জামান বলেন, এ বিষয়ে নাছির মেম্বারকে জিজ্ঞাসাবাদ চলছে। তার দাবি চালগুলো স্থানীয় নারীদের মাঝে বিতরণ করা হয়েছে। আমরা ওসব নারীকে অফিসে আসতে বলেছি। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।

রাশেদুল হাসান/এএম/জেআইএম