পঞ্চগড়ে প্রথম করোনা শনাক্ত, লকডাউন ঘোষণা
অবশেষে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে পঞ্চগড়েও হানা দিল করোনা।
শুক্রবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এই প্রথম পঞ্চগড়ে করোনাভাইরাস শনাক্ত হলো।
প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরপরই পঞ্চগড় লকডাউন করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার সকাল ১০টা থেকে এই লকডাউন কার্যকর হবে বলে জানান জেলা প্রশাসক।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একজন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত জেলা থেকে ১৪৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ৮৫ জন নেগেটিভ একজন পজিটিভ। বাকিদের ফলাফল এখনও আসেনি।
সফিকুল আলম/এএম/পিআর