প্রথম দুইজন করোনায় আক্রান্ত, জয়পুরহাট লকডাউন
জয়পুরহাটে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ ফেরত দুই রিকশাচালকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা কালাই উপজেলার জিন্দারপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে জয়পুরহাটের সিভিল সার্জন ডা: সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১০টা থেকে জয়পুরহাট জেলাকে লকডাউন ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।
জিন্দারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, করোনা শনাক্ত হওয়া ওই দুইজন বহুদিন ধরেই ঢাকার বিভিন্ন এলাকায় রিকশা চালাতেন। পাঁচ দিন আগে নারায়ণগঞ্জ থেকে গ্রামে আসেন তারা। গ্রামের লোকজন তাদেরকে গ্রামে ঢুকতে বাধা দেয়। এ নিয়ে বিরোধ শুরু হলে তাদেরকে বাড়ি থেকে বের না হওয়ার শর্তে গ্রামে প্রবেশ করতে দেয়া হয়। কিন্ত তারা দুইজন পরিবারের লোকজনের সংস্পর্শে আসেন এবং দুইদিন আগে তারা দুইজন অটোরিকশায় চড়ে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে আসেন। এতে আমরা অনেকের মাঝে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছি।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন বলেন, ওই দুইজনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানোর পর উভয়েরই করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তাদের পরিবারের সবাইকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করেছি। তাদের জন্য পর্যাপ্ত খাবার ব্যবস্থাও করা হয়েছে।
জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বলেন, আক্রান্ত দুইজনই রিকশাচালক। তারা নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসার পর তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার রাজশাহী থেকে পাঠানো রিপোর্টে তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানা যায়। রাতেই দুইজনকে গোপীনাথপুর হেলথ অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে জয়পুরহাটের ২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১ জনের নেগেটিভ ও দুইজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
রাশেদুজ্জামান/আরএআর/এমএস